Interview of Dan.W.Mozin (Bangala)
আমেরিকান রাষ্ট্রদুত ড্যান ডাবলু মোজিনা গত ২৭ ফেব্রুয়ারী ২০১২ প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জ সফরে আসেন। সে সময় তিনি প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটি এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ এর ঐতিহ্যবাহি লোকনাট্য গোম্ভিরা দেখেন এবং চাঁপাইনবাবগঞ্জ এর দর্শনীয় স্থান পরিদর্ন শেষে বাংলাদেশে সদ্য প্রতিষ্ঠিত কমিউনিটি রেডিও “রেডিও মহানন্দা” পরিদর্শনে আসেন। এ সময় তিনি রেডিও মহানন্দার স্বেচ্ছাসেবক, শুভানধ্যায়, কলাকৌশলী ও কর্মকর্তাদের সাথে এক সভায় মিলিত হন। এর পর তিনি রেডিও মহান্দার শ্রোতাদের জন্য এক সাক্ষাৎকার প্রদান করেন, যা এখানে তুলে ধরা হল। উল্লেখ্য আমেরিকার রাষ্টদুত এর এই সফরের অংশ হিসাবে গত ১ জুন হতে ২২ জুন ২০১৩ রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: হাসিব হোসেন আমেরিকার বিভিন্ন এলাকার কমিউনিটি রেডিও পরিদর্ন করেন।
Participants: Md. Hasib Hossain
Experts: Dan W Mozina, Ambassador of United States of America
Programme Format: Interview
Date of Broadcast: 0000-00-00
Date of Upload: 2013-07-22 05:31:49
File Format: MP3
Themes: Media and Communication --> Media skills and Tools